পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের মকরামপুরে তৃণমূল পার্টি অফিসের মধ্যেই বিজেপির প্রাক্তন মহিলা নেত্রী কে যৌন নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় নির্যাতিতাকে নিয়ে আসা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, নারায়ণগড়ে একটি ওষুধের দোকান রয়েছে ওই মহিলার। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বিজেপি ত্যাগ করার হুমকি দিচ্ছিল তৃণমূল। তিনি বিজেপি ত্যাগ করেছেন এই মর্মে একটি লিখিত অঙ্গীকার পত্র তৃণমূল পার্টি অফিসে জমা দিতে বলা হয় ঐ মহিলাকে। রবিবার বেলা ১১ টা নাগাদ এই অঙ্গীকার পত্রই মকরামপুর অঞ্চল তৃণমূল কার্যালয়ে জমা দিতে গিয়েছিলেন ওই মহিলা। অভিযোগ সেই সময় অঞ্চল তৃণমূল সভাপতি লক্ষ্মী কান্ত সিট যৌন নির্যাতন চালান ওই মহিলার ওপর। খবর পেয়ে দ্রুত পার্টি অফিসে পৌঁছান ওই মহিলার স্বামী। পার্টি অফিস থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় ওই মহিলাকে। এরপর থেকে নিয়ে যাওয়া হয় মকরামপুর গ্রামীন হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
তৃণমূল পার্টি অফিসের মধ্যে প্রাক্তন বিজেপি নেত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে! গুরুতর অসুস্থ অবস্থায় নির্যাতিতাকে নিয়ে আসা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

Leave a Reply