পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বেপরোয়া মারুতি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত তিন, ছিটকে গেল আখের রস বিক্রেতার ভ্যান রিক্সা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত কুলিবাজার এলাকায়। জানা যায়, একটি মারুতি ভ্যান জাতীয় সড়ক থেকে দ্রুত গতিতে রাজ্য সড়কে নামার সময় বেলদা থানার অন্তর্গত কুলিবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আখের রস বিক্রেতার রিকশা ভ্যানে এবং বসে লটারি বিক্রেতার স্টলে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত তিন জন। ঘটনাস্থলে বেলদা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। দুর্ঘটনায় মারুতি ভ্যানের ধাক্কায় রাজ্য সড়ক থেকে নিচে ছিটকে পড়ে আখের রসের ভ্যান রিক্সা এবং ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় লটারি বিক্রেতার টেবিল।পুলিশ ওই মারুতি ভ্যানটি কে আটক করে। গুরুতর আহত আখের রস বিক্রেতাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে অবস্থার অবনতি হওয়ায়।
বেপরোয়া মারুতি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত তিন, ছিটকে গেল আখের রস বিক্রেতার ভ্যান রিক্সা,চাঞ্চল্যবেলদা থানার অন্তর্গত কুলিবাজারে।

Leave a Reply