নিয়ন্ত্রণ হারিয়ে ৩টি দোকান গুড়িয়ে দিলো রোড রোলার।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: নিয়ন্ত্রণ হারিয়ে ৩টি দোকান গুড়িয়ে দিলো রোড রোলার। ঘটনায় রোড রোলার চালককে বেধড়ক মারধর দিয়ে পুলিসের হাতে তুলে দিলো বিক্ষুব্ধ জনতা। শুক্রবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর শহরের কালিতলা এলাকায়। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল পথচারী থেকে শুরু দোকান মালিক।

স্থানীয় সূত্রে খবর,শুক্রবার একটি দুপুরে রাস্তা মেরামতির কম্পন মেশিন ( রোলার) গঙ্গারামপুর চৌপথি থেকে মহারাজপুর এলাকায় যাচ্ছিল। পুনভর্বা সেতু পার হতে রোলার মেশিনটি নিয়ন্ত্রন হারিয়ে কালিতলায় ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে বসা পান মশলার উড়িয়ে দেয়। এরপর লটারির টেবিল,আখের রসের দোকান ও একটি ভুটভুটি গুড়িয়ে দেয়।একের পর এক দোকান ভাঙতে শুরু করায় হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে দোকানদার ও পথচারিরা ছুটে পালাতে শুরু করে।রোলারের তলায় ভুটভুটি গেলে আটকে যায় রোলারের চাকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোলার মেশিনটি আটকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। এবং হাতের কাছে পেয়ে বেধড়ক মারধর করেন রোড রোলার চালককে।খবর পেয়ে গঙ্গারামপুর থানার টাউন বাবু বিশ্বজিৎ বর্মন ও ট্রাফিক ওসি রজত প্রধান ঘটনা স্থলে ছুঁটে আসেন। পুলিশ ঘাতক রোড রোলার ও ভুটভুটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *