ব্যাংকের পাসবুক হারানোর অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত আইআই টির প্রাক্তন ছাত্র গত মঙ্গলবার নিন্দার ঝড় শিক্ষিত মহলে।

ডোমকল  নিজস্ব সংবাদদাতা:- ব্যাংকের পাসবুক হারানোর অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত আইআই টির প্রাক্তন ছাত্র গত মঙ্গলবার নিন্দার ঝড় শিক্ষিত মহলে।
এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের ডোমকল। আইআইটি খড়গপুর ও আইআইটি ভুবনেশ্বর-এর প্রাক্তন ছাত্র, গবেষক ডক্টর ইমন কল্যাণ পুলিশের হাতে নিগৃহীত হলেন বলে অভিযোগ উঠেছে।অভিযোগ জমা দিতে গিয়ে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে ইমন কল্যাণ পরে তিনি পুলিশের দুর্ব্যবহারের শিকার হন।
ঘটনাটি ঘটে ডোমকল থানায় গত মঙ্গলবার। কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস তাকে ডেকে নিয়ে সিসি ক্যামেরা নেই এমন একটি ঘরে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক অত্যাচার করেন পাশাপাশি অসভ্য ভাষায় গালিগালাজ করেন।অপমান করেন এবং দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। থানায় আই সি পার্থসারথি মজুমদার উপস্থিত থাকার পরেও একজন সাব ইন্সপেক্টর কি করে এমন জঘন্য কাজ করতে পারে এটা সবাইকে হতভাগ করে দিয়েছে।

আজ তারই প্রতিবাদে ডি অয়াই এফ আই এর ডোমকল ব্লক কমিটির ডাকে ডোমকল থানায় ডেপুটেশন ও বাজার পরিক্রমা করে। পুলিশ অফিসারের ঘৃণ্য কাজের বিষয়ে ধিক্কার জানাই। ডোমকল লোকাল কমিটির সম্পাদক আশরাফ আলী মন্ডল পত্রিকার সম্পাদক মিনারুল ইসলাম তাদের দাবি ইমন কল্যাণের বিষয় নিয়ে সঠিক সুবিচার চাই নইলে ডিওয়াইএফআই পথে নেমে আন্দোলন শুরু করবে এমনই হুঁশিয়ারি দেন।

ঘটনার পর, ক্ষুব্ধ ইমন কল্যাণ লিখিত অভিযোগ জমা দিয়েছেন জেলার পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, এবং ডোমকল থানার আইসি-র কাছে। তাঁর দাবি, থানায় একজন সাধারণ নাগরিকের সঙ্গে পুলিশের এমন আচরণ নিন্দনীয় এবং এর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

এই ঘটনা নিয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্তের দাবি তুলেছেন সমাজের বিশিষ্টজনেরা থেকে শুরু করে এপিডিআর ও ডিওয়াইএফআই এর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *