পূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা এলাকায় রঘুনাথপুরে বৃহন্নলা রিনা নামক একজনের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে বৃহন্নলা পূজা নামক একজনের বিরুদ্ধে । তাদের অভিযোগ অভিযোগ, বৃহন্নলাদের মধ্যে রিনা নামক সুপারি কিলার নিয়ে রিনার বিরুদ্ধে হামলা করে ।এমনকি বোম ভোজালি এবং পিস্তল দেখিয়ে হুমকি দেয় । পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করে বৃহন্নলা পূজা ।অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে পূজার ৫ জন সুপারি কিলারদের ।আজ তাদের তমলুক মহকুমা আদালতে তোলা হয় ।তমলুক মহকুমা আদালতে তোলার সময় বৃহন্নলারা দলবদ্ধভাবে পূজার গ্রেপ্তারীর দাবি করে । ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে, পরে পুলিশি আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তমলুক জেলা আদালতের সামনে বৃহল্লাদের বিক্ষোভ সুপারি কিলারদের শাস্তির দাবি নিয়ে ।

Leave a Reply