কাঁথি সমবায় ব্যাঙ্কের বিভিন্ন জায়গার ভোট কেন্দ্রের পাশাপাশি এগরার কুদিতে রাসন হাইস্কুলের ভোটকেন্দ্রের সামনে তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ।।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হাইকোর্টের নির্দেশে কন্টাই কার্ড ব্যাঙ্কের ভোট হচ্ছে। শনিবার বেলার দিকে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সমবায় ব্যাঙ্কের বিভিন্ন জায়গার ভোট কেন্দ্রের পাশাপাশি এগরার কুদিতে রাসন হাইস্কুলের ভোটকেন্দ্রের সামনে তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে। জেড়থানের তৃণমূল নেতা আইয়ুব খানের নেতৃত্বে বিজেপি কর্মী ও সমর্থকদের মারধর করার অভিযোগ ওঠে। পাল্টা তৃণমূল নেতা আইয়ুব খানকেও মারধর করে বিজেপি। তৃণমূল ও বিজেপি যুযুধান দুই দলের বেশ কয়েকজন আহত হয়। পাশাপাশি এগরা থানার পুলিশের উপরও হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা আইয়ুব খান। তিনি জানিয়েছেন, এইরকম কোন কিছু ঘটনায় ঘটেনি। এগরার তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, বিজেপি বেছে বেছে তৃণমূল কর্মীদের ভোটের স্লিপ ছাড়িয়ে নিয়ে ওঁদের স্লিপ দিচ্ছে। তবে ভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। বিজেপি আমাদের কর্মীদের উপর হামলা চালাচ্ছে। কিন্তু এ প্রসঙ্গে এগরা ১ ব্লকের বিরোধী দলনেতা তাপস কুমার দে জানিয়েছেন, ভোটের নামে প্রহসন হচ্ছে। পুলিশ ও প্রশাসনের সামনে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করা হচ্ছে। এই ঘটনা খুবই নিন্দনীয়। ভোটে হারার ভয়ে তৃণমূল পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করছে। কিন্তু কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোটে কে জিতবে বা কে হারবে! সেটা তো সময়-ই তা বলবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *