নিজস্ব সংবাদদাতা, মালদা–মালদার মোথাবাড়িতে আক্রান্তদের পাশে দাঁড়াতে শনিবার সন্ধ্যায় মালদায় এলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।এদিন তিনি সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শতাব্দী এক্সপ্রেস ট্রেনে চেপে মালদা টাউন স্টেশনে নামেন। আর নামামাত্রই তাকে বিপুল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান জেলা বিজেপির নেতাকর্মীরা। এদিন সুকান্তবাবু উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর সঙ্গে মালদা টাউন স্টেশনে নামেন। তিনি ট্রেন থেকে নামামাত্রই তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, জোয়েল মুর্মু সহ বিজেপির অন্যান্যরা নেতা কর্মীরা। শুভেচ্ছা জ্ঞাপন পর্বে বিজেপি নেতাকর্মীরা জোর স্লোগান দেন। স্লোগান থামতেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আগামীকাল তিনি মোথাবাড়িতে যাবেন। পুলিশ বাধা দিলে গণতান্ত্রিকভাবে আন্দোলন করবেন। এছাড়াও তিনি আর কী কী বললেন শুনুন…
মালদার মোথাবাড়িতে আক্রান্তদের পাশে দাঁড়াতে শনিবার সন্ধ্যায় মালদায় এলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

Leave a Reply