উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মিনাখাঁয় মেছোভেড়ির জল থেকে যুবতী অর্থনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার অন্তর্গত ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের দেবীতলার কাহারপাড়া এলাকায়। যুবতীর পোশাক এলোমেলো ছিল। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান, তাঁকে খুন করে দেহ জলে ভাসিয়ে দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁর কাহারপাড়া শ্মশান সংলগ্ন নির্জন জায়গার মেছোভেড়িতে স্থানীয় বাসিন্দারা এক মহিলার দেহ বেঁচে থাকতে দেখেন। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর মিনাখাঁ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। যুবতীর দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নির্জন জায়গার ওই মেছো ফেলতে সাধারণত সন্ধের পরে কেউ আসেন না। সকালে চাষের কাজে যাওয়ার সময় তাঁরা যুবতীর দেহটি জলে ভেসে থাকতে দেখেন। পুলিশ জানিয়েছে, যুবতীর মাথায় ও পায়ে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে খুন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ওই যুবতীর পরিচয় পুলিশ জানাতে পারেনি। একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। অন্য কোথাও ওই মহিলাকে খুন করে ওই জায়গায় ফেলা হয়েছে নাকি ওই মহিলাকে ওই জায়গায় এনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা ওই যুবতীকে ফোন করল, পুলিশ তা তদন্ত করছে।
মিনাখাঁর প্রত্যন্ত এই গ্রাম্য দুই পরগনার সীমান্তবর্তী বলে জানা গিয়েছে। নির্জন এলাকার মাছ চাষিরা মাঝে মধ্যে আসেন। সন্ধ্যার পরে ওই এলাকায় কাউকে দেখা যায় না।
Leave a Reply