দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর অঞ্চলের কেশবপুরে শীতলা মাতার মন্দিরে ভাংচুরের অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। রবিবার সকালে বিষয়টি জানতে পেরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী।
এদিন বিকেলে মন্দির ভাঙচুরের ঘটনয় বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘটনাস্থলে আসেন। তিনি মূর্তি ভাঙার বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন রামনবমীর মিছিল আটকাতে এধরনের ঘটনা ঘটিয়ে চক্রান্ত চলছে।
Leave a Reply