নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — রবিবার,হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের চোচপাড়া কবরস্থানে উঁচুবাতি স্তম্ভের শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে উঁচুবাতি স্তম্ভটি বসানো হবে বলে জানান কর্মাধ্যক্ষ। স্থানীয়রা জানান,গাররা,
চোচপাড়া ও নয়াটোলা এলাকার মানুষ এই কবরস্থানে মাটি দেন। সন্ধ্যা হলেই কবরস্থান অন্ধকারে ঢেকে যেত। গত পঞ্চায়েত নির্বাচনের সময় কর্মাধ্যক্ষ রবিউলের কাছে উঁচুবাতি স্তম্ভের দাবি করেছিলেন স্থানীয়রা। তিনি কথা দিয়েছিলেন। সেই কাজের শিলান্যাস করলেন আজ। এতে খুশি এলাকার মানুষ।
রবিবার,হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের চোচপাড়া কবরস্থানে উঁচুবাতি স্তম্ভের শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম।

Leave a Reply