নিজস্ব সংবাদদাতা, মালদা—রবিবার মালদার মোথাবাড়িতে যাওয়ার আগেই পুলিশি বাধার মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ইংরেজবাজারের সাদুল্লাপুর এলাকাতেই তার পথ আটকাল পুলিশ। মোথাবাড়িতে যাওয়ার আগে পুলিশি বাধার মুখে পড়ে পুলিশের ব্যারিকেডের সামনেই সাদুল্লাপুর সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলেন বিজেপি নেতাকর্মীরা। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হল সাদুল্লাপুরে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে প্রস্তুত রয়েছে জলকামানের গাড়িও।মোথাবাড়ি যাওয়ার পথে ইংরেজবাজারের সাদুল্লাপুরে আটকে দেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে। এছাড়াও এদিন সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, জেলা বিজেপির দুই সভাপতি সহ বিজেপি নেতৃত্ব। এদিন ইংরেজবাজারের সাদুল্লাপুরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়। মালদা শহর থেকে এদিন রাজ্য বিজেপি সভাপতি সহ জেলা বিজেপির নেতৃত্ব বাইক নিয়ে বের হয় মোথাবাড়ির উদ্দেশ্য। পথে সাদুল্লাপুরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে আটকানো হয়। পর পর দুইটি ব্যারিকেড দেওয়া হয়। প্রথম লোহার ব্যারিকেড ভেঙে দেয় বিজেপির নেতৃত্বরা। পুলিশের পক্ষ থেকে একটি প্রায় ১০ ফিট উঁচু বাঁশের ব্যারিকেড দেওয়া হয়। সেখানে আটকে পড়ে বিজেপি নেতৃত্বরা। চেষ্টা করে সেটিকে ভাঙার। ব্যারিকেড না ভেঙে সেখানেই বিক্ষোভ শুরু হয় বিজেপির। এদিন সাদুল্লাপুরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পর্যাপ্ত পরিমাণে ব়্যাপ নামানো হয়। এরপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ রাখান বিজেপি কর্মীরা।
রবিবার মালদার মোথাবাড়িতে যাওয়ার আগেই পুলিশি বাধার মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Leave a Reply