কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ঠাকুরপুকুর থানার অন্তর্গত জোকা খালপোলে এলাকায় প্রাইভেট গাড়ির সাথে অটোর ধাক্কা মৃত্যু অটোচালকের । অটোটি বাখড়াহাটের দিকে যাচ্ছিল আর প্রাইভেট গাড়িটি জোকার দিকে আসছিল। ঠিক জোকা খালপোলের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় । স্থানীয় মানুষ জন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন অটোচালককে। অটো চালকের নাম বিটু পাত্র, বয়স ৪৫ বছর।
ঠাকুরপুকুর থানার অন্তর্গত জোকা খালপোলে এলাকায় প্রাইভেট গাড়ির সাথে অটোর ধাক্কা মৃত্যু অটোচালকের ।

Leave a Reply