সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল মালদা বার্লো বালিকা বিদ্যালয়ের চার শিক্ষিকার।

নিজস্ব সংবাদদাতা, ,মালদা: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল মালদা বার্লো বালিকা বিদ্যালয়ের চার শিক্ষিকার। একই সঙ্গে চাকরি গেল সংশ্লিষ্ট বিদ্যালয়েরই এক গ্রুপ ডি মহিলা কর্মীরও। সুপ্রিম কোর্টের রায় শোনার পরই ক্লাসরুমে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষিকারা। চাকরি হারানোর পর গ্রুপ ডি কর্মী ভেরোনিকা টুডু জানান, ২০১৬ সালে পরীক্ষা দিয়েছিলেন। ২০১৮সালে চাকুরী পেয়েছেন। গ্রুপ ডি পদে। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। আইসিডিএস চাকুরী করতেন। ১৫বছর করেছেন। কিন্তু আর্থিক কারণে ভাল রোজগারের আশায় গ্রুপ ডি পদে চাকুরীর জন্য পরীক্ষা দিয়েছিলেন। চাকুরী হয়।মালদা বার্লো বালিকা বিদ্যালয়ে। আজ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন। একজন ছেলে রয়েছে। বেসরকারি স্কুলে পড়ে। এখন কি করবেন। বুঝতে পারছেন না। রাষ্ট্রপতির দারস্থ হবেন এমন ভাবছেন। জানালেন ভেরোনিকা টুডু। একই সঙ্গে এই বিদ্যালয়েরই আরো শিক্ষিকার চাকরি গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *