হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- ১৪৩২ বাংলা নববর্ষের সকালে বেলুড় মঠে ভক্তের সমাগম পুজো অর্চনা এবং প্রার্থনা করা সারা বছরটা যাতে ভালো যায় হাজারো ভক্তের মধ্যে সকাল সকাল বেলুড় মঠে বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জী বাংলা শুভ নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবস সকলকে শুভেচ্ছা বার্তা দিলে বেলুড় মঠের মূল মন্দির রামকৃষ্ণ মন্দিরে পূজা অর্চনা করলেন বিধায়ক। বেলুড় মঠের মূল গেট থেকে শোভাযাত্রা যায় বেলুড় নেতাজি পার্ক অবধি।।
:- ১৪৩২ বাংলা নববর্ষের সকালে বেলুড় মঠে ভক্তের সমাগম।

Leave a Reply