নিজস্ব সংবাদদাতা, মালদা:- মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল শুক্রবার। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফল করল মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। এই বিদ্যামন্দিরের তিন পরীক্ষার্থী জায়গা পেল সম্ভাব্য দশের মেধা তালিকায়। রাজ্য সম্ভাব্য দ্বিতীয় তথা জেলায় প্রথম স্থান অর্জন করল মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পরীক্ষার্থী অনুভব বিশ্বাস। তার প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৯৪। এছাড়াও এই বিদ্যালয়ের আরও দুই পরীক্ষার্থী মেধা তালিকা ঠাঁই পেয়েছে। তারা প্রথমা দশের সম্ভাব্য মেধা তালিকায় অষ্টম স্থান অর্জন করেছে। অষ্টম স্থানাধিকারী দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম সৃজন প্রামাণিক এবং অপরজনের নাম অরিত্র সাহা। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৮৮। স্বভাবতই এই ফলে এখন খুশির হাওয়া মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফল করল মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির।

Leave a Reply