সৌম্য পালের কৃতিত্বে গর্বিত বাঁকুড়া জেলা,—মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকার।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  বাঁকুড়া জেলার গর্ব হয়ে উঠেছে বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র সৌম্য পাল। সদ্য প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলে সৌম্য দ্বিতীয় স্থান অর্জন করেছে, যা শুধুমাত্র তাঁর পরিবারের নয়, পুরো বিদ্যালয় এবং বিষ্ণুপুর শহরের জন্য এক বিশাল সাফল্য।

সৌম্য পালের প্রাপ্ত নম্বর ৬৯৪, আর এই নম্বর আজ যেন কেবল সংখ্যা নয়—এটি প্রতীক হয়ে উঠেছে পরিশ্রম, নিষ্ঠা এবং আত্মবিশ্বাসের। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি একাগ্রতা ও আগ্রহ ছিল তাঁর। প্রতিদিনের নিয়মমাফিক প্রস্তুতি, শিক্ষকদের পরামর্শ এবং নিজের কঠোর অধ্যবসায়ই সৌম্যকে এই জায়গায় নিয়ে এসেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, সৌম্য বরাবরই শান্ত স্বভাবের, মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তাঁর এমন ফলাফলে শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও অভিভাবকেরা দারুণ খুশি। বিদ্যালয়ে সৌম্যর এই সাফল্য উদযাপনের মতো মুহূর্ত তৈরি করেছে।

এমন সাফল্য শুধু একটি নামের নয়—এটি গোটা বিদ্যালয়ের মর্যাদা ও শিক্ষার মানকে একধাপ এগিয়ে দিল। আজ সৌম্য পাল হয়ে উঠেছে হাজারো ছাত্রের অনুপ্রেরণা। আগামী দিনে তাঁর সাফল্যের পথ আরও উজ্জ্বল হোক—এই শুভকামনা সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *