বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কাশ্মীরে পহেলগাঁও জঙ্গি হামলার পর, সতর্কতা বাড়ালো আরপিএফ এবং জিআরপি। রেল যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এই সতর্কতা বৃদ্ধি রেলের কেন্দ্রীয় ও রাজ্য রেলওয়ে সুরক্ষা বাহিনীর।
এদিন বালুরঘাট রেল স্টেশনে জিআরপি আইসি রতন সরকারকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন আরপিএফ বুনিয়াদপুর এর ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দাস।রেলের সুরক্ষা বৃদ্ধির বিষয়ে আরপিএফ ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দাস জানান, পহেলগাঁও ঘটনার পর যাত্রী সুরক্ষায় আমরা আরো সতর্ক রয়েছি। যেকোনো উপায়ে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আরপিএফ এবং জিআরপি যৌথভাবে কাজ করছে। যাত্রী সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি, ট্রেনে মাদকদ্রব্য বহন বন্ধ করতে আমরা বদ্ধপরিকর।
কাশ্মীরে পহেলগাঁও জঙ্গি হামলার পর, সতর্কতা বাড়ালো আরপিএফ এবং জিআরপি।

Leave a Reply