দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট বিধানসভা অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডে পাওয়ার হাউস বাজারে চা চক্রে উপস্থিত ছিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ড: অশোক কুমার লাহিড়ী। পেহেলগাঁওতে জঙ্গি হানার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, মুর্শিদাবাদ এবং পেহেলগাঁওতে যে জঙ্গি হানা হয়েছে তাতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ মারা গেছেন।
রাজ্যের প্রায় ২৬০০০ শিক্ষকদের চাকরি যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এখন চাকরি বাকরি পাওয়াই যায় না। কর্মসংস্থানের বড় অভাব। এই সময় এই চাকরি চলে যাওয়া নিঃসন্দেহে একটা বড় আঘাত। নিশ্চয়ই কিছু সংখ্যক মানুষ টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন কিন্তু সবাই তো আর টাকার বিনিময়ে চাকরি পাননি। যোগ্য এবং অযোগ্যদের তালিকা সরকারের পক্ষ থেকে প্রস্তুত করে আদালতে পেশ করতে হতো। আর তা না পেশ করাই এইরকম বিপত্তি কারণ। বড় বড় নেতারা টাকা খেয়ে চাকরি দিয়েছিলেন। এখন এই সমস্ত শিক্ষকেরা বাইরে কোথাও গেলেই তাদেরকে শুনতে হচ্ছে তারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন কিনা?
বাইট অশোক কুমার লাহিড়ী বালুরঘাটের বিজেপি বিধায়ক।
Leave a Reply