পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মাধ্যমিকে ভালো হয়নি রেজাল্ট, বাড়ির লোককে বকাবকি তে আত্মঘাতী ছাত্রী। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত গুড়দলা এলাকার। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। মৃত ছাত্রীর নাম পূজা সিট বয়স 16। বড়মোহনপুর সিতাংশু বালিকা বিদ্যাপীঠের ছাত্রী। তার মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৩১০। গতকাল মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর রেজাল্ট না ভালো হওয়ায় বাড়ির লোক বকাবকি করেছিল। আর সেই বকাবকি থেকে মন খারাপ এবং মন খারাপ থেকে এই আত্মঘাতীর ঘটনা। বাড়ি ফাঁকা পেয়ে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগায় ওই ছাত্রী। বাড়ির লোক জানতে পেরে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বেলদা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
মাধ্যমিকে রেজাল্ট ভালো না হওয়ায় পরিবারের বকাবকিতে আত্মঘাতী ছাত্রী,চাঞ্চল্য বেলদার গুড়দলা গ্রামে ।

Leave a Reply