নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: – গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে পালিত হলো মে দিবস। মে দিবস কে সামনে রেখে এদিন নিউ মার্কেট এলাকায় অবস্থিত তৃণমূল দলীয় কার্যালয় থেকে বের করা হয় মিছিল। এরপর মিছিলটি গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। সেখানেই পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে দিনটি পালন করেন তৃণমূল নেতৃত্ব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব সেন,ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শংকর সরকার,ছাত্রনেতা কৌশিক সাহা সহ অন্যান্যরা।
প্রসঙ্গত আজ মহান মে দিবস।প্রতিবছর দিনটি সাড়ম্বরে পালন থাকে তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন INTTUC। সেইমতো আজ বৃহস্পতিবার গঙ্গারামপুর শহরের বিভিন্ন প্রান্তে পতাকা উত্তোলন,শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ ও মিছিলের মধ্যদিয়ে দিনটি পালন করলো তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা।
Leave a Reply