হুগলী, নিজস্ব সংবাদদাতা:- গোপন সূত্রে খবর পেয়ে বেগমপুর মনসাতলা সংলগ্ন এলাকায় হানা দেয় পুলিশ, আর সেইখানকার এক গোডাউন থেকে উদ্ধার প্রায় সাড়ে পাঁচশ কিলো নিষিদ্ধ বাজি,
আর এই বিষয় নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও তমাল সরকার জানান তপন সাধুকা নামে এক বাজি ব্যবসায়ীর গোডাউন থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ বাজি এবং তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হচ্ছে যদিও তিনি পলাতক।
Leave a Reply