ধরমশালা, নিজস্ব সংবাদদাতা:- জম্মুর শহরজুড়ে ব্ল্যাক আউট করা হয়েছে। পাঠানকোট এয়ারবেসের কাছ থেকে গুলির শব্দ শোনা গিয়েছে বলে সূত্রের খবর৷ উত্তর ভারতের বেশ কিছু জায়গায় ব্ল্যাক আউট করা হল৷ বন্ধ করা আইপিএল ম্যাচ৷ ধরমশালায় পঞ্জাব বনাম দিল্লি ম্যাচে সব লাইট অফ করে দিয়ে দর্শকদের মাঠ থেকে বার করে দেওয়া হয়। পরে খেলা বন্ধ করা হল৷ দশ ওভার খেলা গড়ানোর পর মাঠের ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া হয়। ক্রিকেটারদের ড্রেসিংরুমে ফিরে যেতে বলা হয় দর্শক শূন্য করে দেওয়া হচ্ছে স্টেডিয়াম।
প্রথমে ম্যাচে দুটো বাতিস্তম্ভের আলো বন্ধ হয়। সেই সময় খেলোয়াড়রা মাঠে উপস্থিত ছিলেন। তবে তারপর আরও দুটো বাতি স্তম্ভ বন্ধ করে দেওয়া হয়৷ তবে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে৷
বন্ধ করা আইপিএল ম্যাচ৷ ধরমশালায় পঞ্জাব বনাম দিল্লি ম্যাচে সব লাইট অফ করে দিয়ে দর্শকদের মাঠ থেকে বার করে দেওয়া হয়।

Leave a Reply