খাতড়া, নিজস্ব সংবাদদাতা:- মাএ পাঁচ মিনিটে ভেঙ্গে গেল দোকান বাঁকুড়ায় প্রাণে বাঁচলেন ব্যাক্তি।
মাত্র পাঁচ মিনিটের ঝড়ে উল্টে গেল এক বট গাছ। ওই ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেও এক ব্যক্তির লণ্ড্রির দোকান ভেঙ্গে চুরমার হয়ে গেছে। বুধবার সন্ধ্যায় তালডাংরার পাঁচমুড়া গ্রামের ঘটনা। এমনকি সামান্য কিছুক্ষণের ওই বিধ্বংসী ঝড়ে ওই এলাকার কৃষি ক্ষেত্রেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, পাঁচমুড়া ফুটবল ময়দান সংলগ্ন এলাকায় একটি বট গাছের নিচে দীর্ঘদিন ধরেই ওই এলাকার রাধানগর গ্রামের লক্ষীকান্ত রজক একটি গুমটি দোকানে লণ্ড্রির কাজ করতেন। ওই দিন সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির মধ্যেই তুমুল ঝড়ে বট গাছটি গুমটির উপরেই উল্টে যায়। অল্পের জন্য তিনি প্রাণে বাঁচলেও গুমটি দোকান ও দোকানে থাকা মালপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত লক্ষীকান্ত রজক বলেন, অল্পের জন্য আমি প্রাণে বাঁচলেও দোকানের ক্ষয় ক্ষতি সামলে ওঠা সম্ভব নয়। দোকানের এই সামান্য আয় থেকে আমার সংসার চলতো। এখন কিভাবে ঘুরে দাঁড়াবেন ভেবে পাচ্ছেননা বলে তিনি জানান।
বাইট:
1) লক্ষীকান্ত রজক (ক্ষতিগ্রস্ত দোকানদার)
2) সৌমেন গাঙ্গুলী (স্থানীয় বাসিন্দা)
Leave a Reply