চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২৫ শে বৈশাখ উপলক্ষে ৪ মনীষীর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ– ২৫ শে বৈশাখ অর্থাৎ শুক্রবার বিশ্বকবি কবি গুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী, আর এই জন্মজয়ন্তী উপলক্ষে এইদিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চার মনীষীর ( কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর,স্বামী বিবেকানন্দ,নেতাজি সুভাষচন্দ্র বসু )পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, এই দিন মনীষীর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ নির্মল ঘোষ, BDO দীপাঞ্জন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক জয়ন্ত কিশোর নন্দী, অধ্যাপক তপন দে, অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি রামচন্দ্র পাল সহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ, এই দিন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি জানিয়েছেন ২৫শে বৈশাখ উপলক্ষে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে ৪ মনীষীর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করা হয়েছে,পাশাপাশি দুই দিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *