হুগলী, নিজস্ব সংবাদদাতা:- অভিযোগ শেখ শমসের আলী নামক বলাগড়ের এক বাসিন্দা সে ফেসবুকে দেশবিরোধী পোস্ট করে এবং ভারতবর্ষকে ধংশ করার দাবী জানায়।
আর তারই প্রতিবাদে বলাগড় শেরপুর মোড়ে পথ অবরোধ করে বিজেপি।
উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক সুরেশ সাউ, প্রাক্তন জেলা সভাপতি তুষার মজুমদার সহ স্বরাজ ঘোষ, জয়রাজ পাল সহ একাধিক বিজেপি নেতৃত্বগণ।
আর এই বিষয় নিয়ে বিজেপি নেতা সুরেশ সাউ জানান যে এই ব্যক্তিকে শুধু গ্রেফতার করলে চলবে না এই ব্যক্তিকে বর্ডারে ছেড়ে আসতে হবে এবং তাকে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে।
Leave a Reply