দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শাসক দলের পঞ্চায়েত সদস্য তথা উপ প্রধানের লালসার শিকার হলো পঞ্চায়েতের ভি আর পি কর্মী যুবতি। সু বিচারের আশায় প্রশাসনের দরজায় যুবতী। অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে বার বার ধর্ষণ করে ওই যুবতীকে। এলাকার একটি শিব মন্দিরে ওই যুবতীকে নিয়ে গিয়ে শাঁখা সিঁদুর পড়িয়ে বিয়েও করে বলে অভিযোগ। আবার রেজিস্ট্রি ম্যারেজ সহ স্থায়ী গ্রপ ডি পদে চাকুরী দেবার নাম করে প্রায় আড়াই লক্ষ টাকা নিয়েছে ওই অভিযুক্ত পঞ্চায়েত সদস্য অভিযোগকারী ওই যুবতীর কাছ থেকে। সম্প্রতি ওই বেক্তি অন্য মহিলাকে বিয়ে করে। ওই যুবতী জানায় এই ব্যাপারে মুখ খুললে প্রাণে মারার হুমকিও দেয় ওই বেক্তি। অভিযোগকারি যুবতী জানায় অভিযুক্ত বেক্তি শাসক দলের প্রভাবশালী বেক্তি জন্য ভয়ে ও লোক লজ্জায় সমাজে বিষয়টি জানাতে সাহস পাননি তিনি । সম্প্রতি ওই বেক্তি অন্য মহিলাকে বিয়ে করেছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ছয় নম্বর ডাঙ্গা পঞ্চায়েতের ঘটনা। বালুরঘাট ব্লকের পরানপুরের বাসিন্দা ওই যুবতী টাকা ফেরত সহ সুবিচারের আশায় বালুরঘাটের বিডিও, দক্ষিণ দিনাজপুর পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীর নিকট লিখিত আবেদন জানিয়েছেন।
শাসক দলের পঞ্চায়েত সদস্য তথা উপ প্রধানের লালসার শিকার হলো পঞ্চায়েতের ভি আর পি কর্মী যুবতি।

Leave a Reply