কুচবিহার, নিজস্ব সংবাদদাতা:- আজকে কুচবিহারে মাতৃ দিবসে একটি অন্য চিত্র দেখা গেল ।
কুচবিহারে বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় এলাকার কিছু মায়েদের হাতে তাদের সন্তানদের জন্য বই তুলেছিলেন।
কিছুদিন আগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল বের হয়েছিল
কোচবিহার শহর এলাকায় দুজন সন্তানের মা শঙ্করা এর কাছে তাদের ছেলে এবং মেয়েদের জন্য বই কিনে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল।
যিনি সোশ্যাল মিডিয়া এবং বন্ধুদের সহযোগিতা মাতৃ দিবসের দিনে তাদের হাতে বই তুলে দিলেন
শংকর বাবু সারা বছর বিভিন্ন মায়েদের পাশে থাকেন
আজকে মায়েদের এইভাবে হাসি ফোটালেন তিনি।
Leave a Reply