নিজস্ব সংবাদদাতা, মালদা–মালদহের ইংরেজ বাজার থানার ১২ নম্বর জাতীয় সড়কের পাশে ভয়াবহ অগ্নীকাণ্ড। ঘটানা টি ঘটেছে বুধবার রাতে,মালদা,মধুঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক এর পাশে।পাশেই রয়েছে পেট্রোল পাম্প যা আরো চিন্তার বিষয় হয়ে দারিয়েছে।জানা গিয়েছে আগুনে পুরে ছাই লাইন হোটেল সহ কয়েকটি গাড়ি পুড়ে গিয়েছে খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে।ঘটনাস্থলে ইংলিশ বাজার থানা পুলিশের দমকলের বাহিনী ঘটনা সেভ উপস্থিত হয়েছে।কিভাবে আগুন লাগল এখনো সঠিক খবর জানা যায়নি। নিমেষের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।
মালদহের ইংরেজ বাজার থানার ১২ নম্বর জাতীয় সড়কের পাশে ভয়াবহ অগ্নীকাণ্ড।

Leave a Reply