টাকা নেওয়ার অভিযোগে তপনের এক পুলিশ কর্মীকে গ্রেপ্তার করল এসটিএফ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- টাকা নেওয়ার অভিযোগে তপনের এক পুলিশ কর্মীকে গ্রেপ্তার করল এসটিএফ। জানা গেছে অভিযুক্ত ওই পুলিশ কর্মীর নাম মিন্টু সরকার। বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে। তবে কি অভিযোগে মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বাড়ির লোকেরা কিছু জানে না বলে জানা গেছে। অভিযুক্ত ওই পুলিশ কর্মী কে কেন বা কি উদ্দেশ্যে এস টি এফ গ্রেপ্তার করেছে, সে বিষয়ে বাড়ির লোকেদের মনে প্রশ্ন রয়েছে। তাদের অভিযোগ, মিন্টুকে কেউ বা কারা ফাঁসিয়েছে, কারণ তারা মিন্টুকে এলাকার সৎ পুলিশ কর্মী হিসেবেই জানে। কিছুদিন আগে মিন্টু অসুস্থ হয়ে পড়লে সে নাকি জনৈক ফল ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার করেছিল। সেই টাকা না মেটানোর ফলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং তদন্তে নেমে এসটিএফ তাকে গ্রেপ্তার করেছে বলে খবর। মিন্টুর জামাইবাবু যামিনী সরকার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, জনৈক এক ফল ব্যবসায়ীর কাছ থেকে মিন্টু টাকা ধার করতে পারে। তবে সে আদৌ টাকা ধার করেছিল কি না সেটা তারা জানেন না। হতে পারে কেউ তাকে ফাঁসিয়েছে। এ বিষয়ে মিন্টুর বাড়ির লোকজন ইতিমধ্যেই কলকাতাতে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেছেন। তারা মিন্টুর বিষয়টি দেখবেন বলে তার পরিবারের লোকেদের জানিয়েছেন। মিন্টুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মিন্টুর স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন তার স্বামীকে ফাঁসানো হয়েছে। এ ব্যাপারে যথোপযুক্ত তদন্ত করলেই বিষয়টি সামনে আসবে। মিন্টুর দিদি কল্পনা সরকার বলেন, আমার ভাই ওই ধরনের মানুষ না। সে কোনদিনও কারো কাছ থেকে টাকা পয়সা কিছু নেয়নি। এখন যদি কেউ এ সম্পর্কে আমার ভাইয়ের বিরুদ্ধে কিছু বলে এটা আমাদের পক্ষে মেনে নেওয়া কঠিন। তিনি বলেন যে তিনি এ ব্যাপারে কিছু শোনেননি, তবে এটুকু শুনেছেন যে মিন্টুকে এসটিএফ গ্রেপ্তার করেছে। ঘটনা সম্পর্কে অভিযুক্ত ওই পুলিশ কর্মীর পরিবারের লোকেদের মধ্যে ধন্ধ রয়েছে এবং স্থানীয় এলাকায় ঘটনাটি কি তা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *