প্রায় চার বছর আগে কালিয়াচকে একই পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় বাড়ির ছোটো ছেলেকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-প্রায় চার বছর আগে কালিয়াচকে একই পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় বাড়ির ছোটো ছেলেকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করার পর শনিবার তার বিরুদ্ধে সাজা ঘোষণা করে বিচারক। উল্লেখ্য, ২০২১ সালের ২৮ শে ফেব্রুয়ারি মালদার কালিয়াচক থানার পুরাতন ১৬ মাইল এলাকায় এক বীভৎস্য নারকীয় ঘটনা সামনে আসে। পরিবারের চার সদস্যকে নির্মমভাবে খুন করার অভিযোগ ওঠে ওই পরিবারেরই ছোটো ছেলে মহম্মদ আসিফের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ সে ঠান্ডা পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সে তার বাবা জাওয়াদ আলি, মা মাইরা বিবি, বোন আরিফা খাতুন ও ঠাকুরমা আলেকজান বেওয়াকে শ্বাসরোধ করে খুন করার পর বাড়ির আঙিনায় মাটিতে পুঁতে দেয়। এমনকি সে তার দাদা মহম্মদ আরিফকেও খুনের চেষ্টা করেছিল বলে অভিযোগ। যদিও তার দাদা পালিয়ে কোন রকমে প্রাণে বাঁচে। ২০২১ সালের ১৯জুন প্রায় চার মাস পর পুলিশের কাছে ঘটনার পর্দাফাঁস করে আসিফের নব নির্মিত বাড়ির গুদাম ঘর থেকে চারজনের পচাগলা মৃতদেহ উদ্ধার করে। খুনের পর সেই বাড়িতেই আসিফ একাই বাস করছিল। সেই খুনের ঘটনার মামলা এতদিন ধরে মালদা জেলা আদালতে বিচারাধীন ছিল। অবশেষে মালদা জেলা আদালতের বিচারপতি শুভায়ু বন্দ্যোপাধ্যায় ৫০ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শুক্রবার মহম্মদ আসিফকে দোষী সাব্যস্ত করেন। এরপর শনিবার তার বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *