নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: গোপন সূত্রের খবরে বিশেষ অভিযান চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার সহ ২ জনকে গ্রেফতার করলো গঙ্গারামপুর থানার পুলিশ। রবিবার ধৃতদের তোলা হলো গঙ্গারামপুর মহকুমা আদালতে।পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন সরজামাল আলী (৪৪) ও সাকিল আলী (২৩)। এটা সম্পর্কে বাবা ও ছেলে। বাড়ি গঙ্গারামপুর থানার দুমুঠো ফরিদপুর এলাকায়।
পুলিশ আরো জানিয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় মাদক কারবারের চক্র চালাছিল অভিযুক্ত সরজামাল আলী ওরফে কালু। বিষয়টি গঙ্গারামপুর থানার পুলিশ জানতে পারলে শনিবার গভীর রাতে আইসি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্তের বাড়িতে হানা দেয় গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনায় প্রায় 200 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
এই ঘটনায় অভিযুক্ত সরজামাল আলী ও তার ছেলে শাকিল আলীকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানার পুলিশ। রবিবার ধৃতদের তোলা হলো গঙ্গারামপুর মহকুমা আদালতে।
এই ঘটনার সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
Leave a Reply