নিজস্ব সংবাদদাতা, মালদা—-জট পাকানো চুল। পরনে নোংরা ছেঁড়া জামা। মালদহের ইংলিশ বাজারের ১২ নম্বর জাতীয় সড়কের রাস্তা দিয়ে হেঁটে চলেছে এক ভবঘুরে। প্রখর এই রৌদ্রের মধ্যে তাকে দেখে খবর যাই আবু সালামের কাছে। মুহূর্তে ছুটে আসে আরো অন্য পাঁচ বন্ধু। রাস্তার ধারে একটা টুলের ওপর তাকে বসিয়ে শুরু হয় পরিচর্যা। একজন চুল দাড়ি কেটে দেন অন্যজন সাবান দিয়ে স্নান করিয়ে পড়িয়ে দেন নতুন পোশাক। সঙ্গে খাবারেরও ব্যবস্থা করা হয়। টিনএজারদের অনেকেই যখন ব্যস্ত রিলস বানাতে কেউ মগ্ন সোশ্যাল মিডিয়ায় তখন মালদার কালিয়াচকের ছয় যুবক অন্য পথে হেটেছেন। ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীনদের রাস্তা থেকে ধরে এনে তাদের পরিছন্ন ও পরিচচ্ছা করেন তারা ছয় বন্ধু। তাঁরা কেউ পেশায় ব্যবসায়ী কেউ আবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। বয়স ২৫ থেকে ৩০। শুধু সেবা করা নয় তাদের বাড়ি ফিরিয়ে দেওয়ার কাজও করেন তারা। ছয় বন্ধুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি সাধারণ মানুষ। কালিয়াচক এক নম্বর ব্লকের জালালপুর এলাকায় থাকেন আবু সালাম। গত কয়েক বছর ধরে মূলত তারই উদ্যোগে শুরু হয়েছে ভবঘুরে এবং পথ চলতি মানসিক ভারসাম্যহীনদের নানাভাবে পরিষেবা দেওয়ার কাজ। এই সামাজিক কাজে জড়িয়ে পড়েছেন তার পাঁচ বন্ধু মোঃ রহমাতুল্লাহ, আজমাইল শেখ, আব্দুল করিম, মনিরুল ইসলাম ও শেখ মুদ্দিন শেখ। প্রতিদিন নিয়ম করে বাড়ি থেকে বেরিয়ে ঘণ্টাখানেক বিভিন্ন রাস্তায় চক্কর কাটেন তারা। অনেকে আবার ফোন করে তাদের ডেকেও নেন । অপরিচ্ছন্ন অবস্থায় মানসিক রোগীদের রাস্তাঘাটে দেখলেই তাদের চুল দাড়ি কামানো থেকে শুরু করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে নতুন পোশাক পড়ানোর পরে খাবারের ব্যবস্থা করেন তারা। বছর চারেক ধরে এই কাজ করার পরে তারা সালাম সমাজসেবী নামে একটি সংস্থা খুলেছেন।
টিনএজারদের অনেকেই যখন ব্যস্ত রিলস বানাতে কেউ মগ্ন সোশ্যাল মিডিয়ায় তখন মালদার কালিয়াচকের ছয় যুবক অন্য পথে হেটেছেন।

Leave a Reply