বাগডোগরা, নিজস্ব সংবাদদাতা:- বাগডোগরার চা-বাগানের চা-শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় এবং তাদের ভালোবাসায় আমার হৃদয় সমৃদ্ধ। তারা কতক্ষণ কাজ করেন? কখন কাজে আসেন? তাদের সন্তানেরা স্কুলে যান কিনা? এসব বিষয়ে জানলাম। শ্রমিক মায়েদের হাতে শাড়ি তুলে দিলাম এবং বাচ্চাদের চকোলেট, খেলনা পুতুল উপহার দিলাম। তাদের নিষ্পাপ সরল হাসি আর আশীর্বাদ নিয়ে আমি সবুজ চায়ের বাগান পরিদর্শন করলাম বললেন মুখ্যমন্ত্রী।
বাগডোগরার চা-বাগানের চা-শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী মমতা বেন্দাপাধ্যায়।

Leave a Reply