বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরবাসীর দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন বালুরঘাট বিমানবন্দর চালু হওয়া কেন্দ্র ও রাজ্যের দ্বন্দ্বের জোটেই আটকে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্য ‘সিঙ্গেল ইঞ্জিনে’ মানুষের জীবনের ঝুঁকি নিতে চায় না। কেন্দ্র সহযোগিতা না করলে ছোট প্লেনও নামানো যাবে না। রাজ্যের তরফে সব প্রস্তুতি সম্পূর্ণ। রানওয়ে থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু কেন্দ্রীয় সিভিল অ্যাভিয়েশন দপ্তরের ছাড়পত্র ছাড়াই প্রকল্পটি শুরু করা সম্ভব নয়। রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী তথা বিধায়ক বিপ্লব মিত্র এদিন প্রশাসনিক বৈঠকে বালুরঘাট বিমানবন্দর চালুর বিষয়টি তুলে ধরেন। মুখ্যমন্ত্রীও সেই প্রসঙ্গে বলেন, “ওগুলো এখন হবে না। ডাবল ইঞ্জিন দিলেই চলবে। মানুষের জীবনের ঝুঁকি নিতে চাই না।” এদিনের মন্তব্যের পরই স্পষ্ট, মুখ্যমন্ত্রীর কাছে মানুষের নিরাপত্তা সবার আগে। কেন্দ্র যদি সহযোগিতা করে, তাহলে আগামী দিনে দক্ষিণ দিনাজপুরের আকাশেও উড়বে প্লেন। মন্ত্রী বিপ্লব মিত্র কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তোলেন এই বিষয়টি সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট দেখে। রাজ্য তার কাজ শেষ করেছে। কেন্দ্র ছাড় দিলে কালকেই প্লেন নামবে। অর্থাৎ উন্নয়নের পথে প্রধান বাধা কেন্দ্রের অব্যবস্থা ও নিষ্ক্রিয়তা। তৃণমূল সরকারের উন্নয়ন ভাবনা কেন্দ্রের দ্বিচারিতার কাছে বারবার থমকে যাচ্ছে। এই বাস্তব চিত্র ফের একবার প্রমাণ করল, ‘ডাবল ইঞ্জিন’ কথার আড়ালে লুকিয়ে আছে দায় এড়ানোর কৌশল। বালুরঘাট বিমানবন্দর কবে চালু হবে, সেই প্রশ্নের উত্তর আপাতত রয়েছে কেন্দ্রের টেবিলেই।
এবার নতুন আশার আলো দেখালো মাননীয়া মুখ্যমন্ত্রী……

Leave a Reply