কামারহাটি, নিজস্ব সংবাদদাতা:-একটি গাছ একটি প্রাণ। বর্তমান জীবন ধারায় বিলাসিতার দরুন গাছ পালা কেটে গড়ে উঠছে বিলাস বহুল অট্টালিকা। হারিয়ে যাচ্ছে সবুজ। পরিবেশের ভারসাম্য নষ্ট হতে বসেছে। তাই এবার গাছ লাগিয়ে প্রকৃতি বাঁচানোর বার্তা তুলে দিল সুভাষপল্লী উন্নয়ন সমিতি ও সুভাষ সংঘ ক্লাব। কামারহাটি পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নন্দননগর সুভাষপল্লী এলাকায় রাস্তার ধারে অবস্থিত একটি সরকারী জমি। আর সেই জমিতে গড়ে ওঠা বৃক্ষের গোড়ায় বসানো হল কোপ। শুধু তাই নয়। গাছ কেটে সেই গাছ আবার পুড়িয়েও দেওয়া হয়েছে। এমন অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষেরা। তাই কেটে ফেলা ১১ টি গাছের জায়গায় ফের গাছ লাগিয়ে সুস্থ প্রকৃতিকে সাজিয়ে তোলার বার্তা তুলে দিল সুভাষপল্লী উন্নয়ন সমিতি ও সুভাষ সংঘ ক্লাবের সদস্যরা। স্থানীয়দের তদারকিতে কামারহাটি পৌরসভার অন্তর্গত নন্দননগর সুভাষপল্লী এলাকায় রাস্তার ধারে অবস্থিত সরকারী জমিতে গাছ লাগিয়ে প্রাণের সঞ্চার করে প্রতিবাদ করেন সুভাষপল্লী উন্নয়ন সমিতি ও সুভাষ সংঘ ক্লাবের সদস্যরা। আগামীতে এই ধরনের ঘটনা ঘটলে আবারো নতুন করে গাছ লাগিয়ে আমরা এর প্রতিবাদ করবো। এমনই বললেন সুভাষপল্লী উন্নয়ন সমিতি ও সুভাষ সংঘ ক্লাবের সদস্যরা।
গাছ লাগিয়ে প্রকৃতি বাঁচানোর বার্তা তুলে দিল সুভাষপল্লী উন্নয়ন সমিতি ও সুভাষ সংঘ ক্লাব।

Leave a Reply