নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —– ভিন রাজ্যে কাজে করতে গিয়ে মৃত্যু তরতাজা যুবক পরিযায়ী শ্রমিকের।পেটের তাগিদে সংসার চালানোর জন্য ভিন রাজ্যে কাজে পাড়ি দিতে হয়েছিল মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর নোয়াদা এলাকার তরতাজা যুবক সঞ্জিত চৌধুরী(৩৫)। ঘটনা সম্পর্কে জানা গেছে বিশাখাপত্তনমে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিল দশ বারো দিন আগে।রবিবার কাজ থেকে ফিরে মুখ ধুচ্ছিল। মুখ ধুতে ধুতে পড়ে যাই বলে দাবি পরিবারের সদস্যদের। সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যায়। মৃত্যুর খবর গ্রামে আসতেই কান্নার রোল পড়ে এলাকা জুড়ে। মৃত পরিযায়ী শ্রমিক সঞ্জীব মন্ডলের পরিবার রয়েছে বৃদ্ধ মা বাবা, দুই নাবালক সন্তান ও স্ত্রী মামনি চৌধুরী (২৫)। স্ত্রী সহ মা বাবার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে।বারবার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন দক্ষিণ মালদা বিজেপি সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল।তবে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন গৌর বাবু।
ভিন রাজ্যে কাজে করতে গিয়ে মৃত্যু তরতাজা যুবক পরিযায়ী শ্রমিকের।

Leave a Reply