নিজস্ব সংবাদদাতা, মালদা—- সম্মেলনের প্রচারে এবং দেশে তথা রাজ্যে ঐক্য-সম্প্রীতির বার্তা তুলতে ধরতে ডিওয়াইএফআই-র উদ্যোগে মালদায় হয়ে গেল এক ফুটবল টুর্নামেন্ট।উল্লেখ্য আগামী ২১-২৩শে জুন মুর্শিদাবাদের বহরমপুরে অনুষ্ঠিত হবে সিপিআইএম-এর যুব সংগঠন ডিওয়াইএফআই ২০তম রাজ্য সম্মেলন। তাই মালদা, মুর্শিদাবাদ সহ দুই দিনাজপুর জেলার বিজয়ী টিমের মধ্যে শনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পুরাতন মালদার কালাচাঁদ হাইস্কুল মাঠে। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটির সদস্য শুভ্রজিৎ দাস সহ মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার ডিওয়াইএফআই-এর জেলা সম্পাদক ও সভাপতিরা। এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদার সিপিআইএম নেতা বিশ্বনাথ সুকুল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সংগঠনের পতাকা উত্তোলন, শহিদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে ডিওয়াইএফআই রাজ্য জোনের নক আউট ফুটবল টুর্নামেন্টের সূচনা করেন। টুর্নামেন্টের মাধ্যমে সংগঠনের রাজ্য সম্মেলনের প্রচার করেন। সেই সঙ্গে ঐক্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন।
সম্মেলনের প্রচারে এবং দেশে তথা রাজ্যে ঐক্য-সম্প্রীতির বার্তা তুলতে ধরতে ডিওয়াইএফআই-র উদ্যোগে মালদায় হয়ে গেল এক ফুটবল টুর্নামেন্ট।

Leave a Reply