শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- এবার জমি মাফিয়ার খবর করায় আক্রান্ত সাংবাদিকের পরিবার। অভিযোগ জমি বিবাদ নিয়ে খবর করায় শিলিগুড়ির মাটিগাড়া অঞ্চলের সাংবাদিক রাজেন কাফেলকে টার্গেট করে জমি মাফিয়ারা। মঙ্গলবার ঐ সাংবাদিকের অনুপস্থিতে তার বাড়িতে এসে চড়াও হয় অভিযুক্ত দুষ্কৃতীরা। সাংবাদিক রাজেন কে না পেয়ে তার স্ত্রীর ওপর চড়াও হয় অভিযুক্তরা। সাংবাদিকের স্ত্রী কে পিটিয়ে নাক ফাটিয়ে দেওয়া হয়, এমন কি আঙ্গুল ও কেটে দেওয়া হয়। সাংবাদিকের স্ত্রী উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি। তার আঙ্গুলে আজ অস্ত্র অস্ত্রোপচার হবে। ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। সাংবাদিকের পাশে দাড়ায় ওয়েস্টবেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উত্তরবঙ্গ জেলা কমিটির সভাপতি সুভাষ সিংহ সহ রাজ্য কমিটির সম্পাদক শুভজ্যোতি চক্রবর্তী ও অন্যান্য সাংবাদিক বৃন্দ। ঘটনা স্থলে গ্রামবাসীরা সাংবাদিকের পাশে দাঁড়ায়। গ্রামবাসীরা অভিযুক্ত কে ধরে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত ব্যক্তি ভুল স্বীকার করে গ্রামবাসীদের সামনে কান ধরে উঠবোস করে। সাংবাদিক রাজেন কাফেল জানান জমি মাফিয়াদের উৎপাত আমরা খবর করলেই খারাপ। সাংবাদিকরা সমাজের ভালো ও খারাপ দিক তুলে ধরে তাই সমাজের এক অংশের দুষ্কৃতীর নিশানায় এই সাংবাদিকরা, তিনি ওয়েস্টবেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন কে ধন্যবাদ জানান তার ও তার পরিবারের পাশে থাকার জন্যে। সাংবাদিক সংগঠনের দার্জিলিং জেলা কমিটির সভাপতি সুভাষ সিং জানান আমরা এইধরণের ঘটনার তীব্র নিন্দা করছি। অতীতেও এই সাংবাদিক সংগঠন সাংবাদিকের বিপদে পাশে ছিল আজ আছে এবং ভবিষ্যতে থাকবে আমরা কারোর রক্ত চক্ষু সহ্য করবো না। তিনি জানান সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক শুভজ্যোতি চক্রবর্তী এসেছেন অভিযুক্ত কে গ্রেপ্তার করেছে পুলিশ আমরা চাই প্রত্যেক জেলায় জেলা কমিটি গঠনের মাধ্যমে এই ভাবে সাংবাদিক বন্ধুদের পাশে আমরা যেনো থাকতে পারি।
Leave a Reply