হুগলী, নিজস্ব সংবাদদাতা:- নানুর বিধানসভার ন/কড্ডা অঞ্চলের সূঁচপুর গ্রামের দুই ভাই চাঁদ সেখ(১৭ বছর ৫ মাস),লুডো সেখ(২০ বছর ৭ মাস)সহ আর এক আত্মীয় কাওসার সেখ (২১ বছর)পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বাইক নিয়ে বাজার গিয়েছিল। দুর্ভাগ্যবশত রাস্তার মধ্যে দুর্ঘটনায় দুই ভাই সঙ্গে সঙ্গে মারা যায়। একজন গুরুতর আহত অবস্থায় কাওসার সেখ বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।আজকে ন/কড্ডা অঞ্চলের সূঁচপুর গ্রামের অসহায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন,সমবেদনা জানালেন এবং রাজ্যসরকারের সব সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হলেন। আহত কাওসার সেখের চিকিৎসার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হলো ।
রাস্তার মধ্যে দুর্ঘটনায় দুই এর মৃত্যু।

Leave a Reply