দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার বালুরঘাটে একটি অনুষ্ঠানের মধ্যমে তিনি তার সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে এলাকার উন্নয়নের কাজের খতিয়ান তার পুস্তিকা মারফৎ তুলে ধরেন।
এই চার বছরে যাবতীয় রাজনৈতিক ও প্রশাসনিক বিরুদ্ধতা ওব্জটিলতাকে সরিয়ে প্রায় তিন কোটি আশি লক্ষ টাকার বিধায়ক কোটায় তার প্রাপ্য টাকা তিনি তার বিধায়ক এলাকার মানুষের উন্নয়নের জন্য খরচ করতে পেরেছেন বলে তিনি তার পুস্তিকা প্রকাশ করে জানান। পাশাপাশি ২৬ নির্বাচনে তিনি কি ফের এই কেন্দ্র থেকে দাড়াবেন সে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বিধায়ক লাহিড়ী বলেন এ সব তার দল ঠিক করে থাকে, আজকের অনুষ্ঠানের সাথে ওই বিষয়ের কোন সম্পর্ক নেই।
Leave a Reply