বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাটের বিজেপি বিধায়কের সঙ্গে বিশেষ রাজনৈতিক বৈঠকে সাক্ষাৎ করতে এসেছিলেন একাধিক বিশিষ্ট বিজেপি নেতা। এই গুরুত্বপূর্ণ সাক্ষাতে উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিনময় দেববর্মন, মুর্শিদাবাদ জেলার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলায় দলীয় সংগঠন মজবুত করা, আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর।
দলের অভ্যন্তরীণ সমন্বয় ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে এমন বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। এদিনের সাক্ষাৎ থেকে স্পষ্ট, রাজ্য রাজনীতিতে বিজেপি ফের জোরদারভাবে নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে চলেছে।
—
Leave a Reply