নিজস্ব সংবাদদাতা, মালদা—--মালদহের চাঁচলের ভগবতী পুর ভারত সেবাশ্রম সংঘের ধর্ম সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত হলেন ভারত সরকারের পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজ। এই দিন তিনি ভারত সেবাশ্রম সঙ্গে আসেন, এরপর প্রায় ২০০ জন মহিলা পুরুষ উভয় মিলিয়ে সকলকে দীক্ষা দেন। এরপর শুরু হয় মহা অভিষেক, আরতি। সন্ধ্যায় রয়েছে বিশ্ব শান্তি যজ্ঞ। কার্তিক মহারাজ কে দেখতে কাতারে কাতারে মানুষের ভিড়। ও খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়।
মালদহের চাঁচলের ভগবতী পুর ভারত সেবাশ্রম সংঘের ধর্ম সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত হলেন ভারত সরকারের পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজ।

Leave a Reply