ব্যারাকপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘন ঘন বদল হচ্ছে ব্যারাকপুরের পুলিশ কমিশনার। ব্যারাকপুর এর একাধিক জায়গা প্রায় প্রতি সময়েই খবরের শিরোনামে থাকে। একাধিক অপরাধের সাক্ষী এই ব্যারাকপুরে তাই বাড়তি নজর থাকে নবান্ন থেকেই। তবে আচমটাই খুব অল্প সময়ের মধ্যে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর কে বদলি করা হয়েছে। সেই জায়গায় দায়িত্বপ্রাপ্ত নতুন পুলিশ কমিশনার হিসেবে আজই ব্যারাকপুরে নগরপাল দপ্তরে দায়িত্ব নিলেন নবনিযুক্ত পুলিশ কমিশনার মুরলিধর শর্মা। তাকে সম্বর্ধিত জানাতে কমিশনারেটের শীর্ষকর্তারা উপস্থিত হয়েছিলেন কমিশনারের দপ্তরে। যেখানেই থাকি ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান আধিকারিকরা। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয় প্রথম দিনই পুলিশ কমিশনার জানান, আমি এই এলাকার প্রথম বার দায়িত্ব নিলাম। সমস্ত থানা পরিদর্শন করবো ও সাধারণ মানুষের সাথে কথা বলে বোঝার চেষ্টা করব অপরাধের উৎস স্থল গুলি। তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন সংগঠিত অপরাধ দমনই তার একমাত্র লক্ষ্য। সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক আরও নিবিড় করায় তার একমাত্র উদ্দেশ্য।
সংগঠিত অপরাধ দমন করাই লক্ষ্য নতুন পুলিশ কমিশনারের, হাসতে হাসতে দায়িত্ব ছাড়লেন অজয় ঠাকুর ।

Leave a Reply