দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডের উত্তর চকভোবানি শ্মশান এলাকায় অবশেষে আলোর আলো ছড়াল। দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এই এলাকায় ১০টি ট্রাই-কালার LED লাইটের শুভ উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিতা নন্দী এবং পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ স্থানীয় ওয়ার্ড বাসিন্দা এবং ওয়ার্ড নেতৃত্বরা। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হোক। এবার পৌরসভার উদ্যোগে সেই দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষ। উদ্বোধনের পরে স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন সন্ধ্যার পর অন্ধকারে এলাকার শ্মশান চত্বরের আশেপাশে চলাফেরা করাই দুঃসাধ্য ছিল। এখন আলো আসায় নিরাপত্তা ও চলাচলের সুবিধা দুই-ই বাড়বে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে এই এলাকায় আরও কিছু উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে। এদিনের এই উদ্যোগ এলাকাবাসীর মুখে হাসি ফোটাল বলেই মত অনেকের।
বালুরঘাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডের উত্তর চকভোবানি শ্মশান এলাকায় অবশেষে আলোর আলো ছড়াল।

Leave a Reply