একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা গঙ্গারামপুরে, উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সহ একাধিক নেতৃত্ব।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা ১ জুলাই: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও ওয়েব কুপার-এর যৌথ উদ্যোগে গঙ্গারামপুর শহরের দেবীকোঠ ভবনে অনুষ্ঠিত হলো একুশে জুলাইকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই একুশে জুলাই-ই হতে চলেছে শাসক দলের শেষ বড় রাজনৈতিক কর্মসূচি—এই উপলক্ষে সভাকে ঘিরে ছিল চূড়ান্ত উৎসাহ ও উদ্দীপনা।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি পলাশ সাধুখা, দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি রাজনারায়ণ গোস্বামী তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল এবং ওয়েব কুপার-এর জেলা সভাপতি পল্লবী চক্রবর্তী প্রমুখ ।

সভায় বক্তারা একুশে জুলাইয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই কর্মসূচিকে সর্বাঙ্গীন সফল করে তোলার আহ্বান জানান। শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানানো হয় বৃহৎ সংখ্যায় যোগ দিয়ে সভাকে সাফল্যমণ্ডিত করার।

নেতৃত্বদের মতে, শিক্ষক সমাজের সক্রিয় অংশগ্রহণ তৃণমূলের রাজনীতিকে আরও মজবুত করবে এবং জনসংযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে। দেবীকোঠ ভবন চত্বর ছিল শিক্ষক, কর্মী এবং সংগঠনের সদস্যদের ভিড়ে মুখরিত।

একুশে জুলাইয়ের প্রস্তুতির এই সভা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *