হুগলি, নিজস্ব সংবাদদাতা:- ডঃ বিধান চন্দ্র রায়ের আজ জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষেই ডক্টরস ডে পালন করা হয়। আর এই ডক্টরস ডে তেই বেশ কিছু অসহায় মানুষের মুখে হাসি ফোটালো হুগলি গ্রামীণ পুলিশের চন্ডীতলা থানা।
বিভিন্ন সময়ে চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া প্রায় ৩০টি মোবাইল ফোন ফিরিয়ে দেয়া হলো উক্ত মালিকদের হাতে।
তার সাথে সাইবার প্রতারণা হয়ে যাওয়া তিন ব্যক্তির মোট ১ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা ফিরিয়ে দেওয়া হলো প্রতারিত ব্যক্তিদের হাতে।
তার সাথে শ্রমজীবী হসপিটাল এর হাতে প্রায় ৫০ টি ব্লাড কার্ড তুলে দেয়া হলো থ্যালাসেমিয়া রোগীদের সুবিধার্থে।
আজ হুগলি গ্রামীণ পুলিশের চন্ডীতলা থানা তে সাংবাদিক সম্মেলন করে সেই কথাই জানালেন চন্ডীতলার এসডিপি ও তমাল সরকার উপস্থিত ছিলেন চন্ডীতলার ভারপ্রাপ্ত আধিকারিক অনির রাজ সহ হুগলি গ্রামীণ পুলিশের একাধিক পদাধিকারী গন।
Leave a Reply