মালদা, নিজস্ব সংবাদদাতা :- সামনেই বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে এই পাঁচ বছরে এটাই তৃণমূলের শেষ একুশে জুলাই। তৃণমূলের রাজ্য নেতৃত্ব এই বছর জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছে বিপুল সংখ্যক মানুষকে একুশে জুলাইয়ের ব্রিগেডে আনার জন্য। আর সেই লক্ষ্য মাত্রাকে সামনে রেখে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।
মাসের প্রথম দিনেই সকাল বেলা মালদার ইংরেজবাজার শহরে মিছিল করে দেওয়াল লিখে, একুশে জুলাই এর প্রচার শুরু করল যুব তৃণমূল কংগ্রেস। আর এতে শামিল দেখা গেল সাধুরাও। এতেই শাসক দলকে কটাক্ষ বিজেপির।
এদিন মালদা শহরের পোস্ট অফিস মোড়ে দেওয়াল লিখে একুশে জুলাইয়ের প্রচার শুরু করে যুব তৃণমূল কংগ্রেস।
জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, জেলার প্রতিটি গ্রামের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একুশে জুলাই এর আগে প্রচার চলবে এবং হাজার হাজার মানুষ মালদা থেকে কলকাতায় যাবে।
এখন যারা তৃণমূল করে তারা জানেই না কি হয়েছিল একুশে জুলাইয়ে। আরজিকর থেকে কসবা শাসক দল বর্তমানে যে পরিস্থিতিতে আছে, নিজেদের পাপ স্খলন করার জন্য, এখন সাধু-সন্তদেরও আশ্রয় নিতে হচ্ছে।
মাসের প্রথম দিনেই সকাল বেলা মালদার ইংরেজবাজার শহরে মিছিল করে দেওয়াল লিখে, একুশে জুলাই এর প্রচার শুরু করল যুব তৃণমূল কংগ্রেস।

Leave a Reply