দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। চাঞ্চলগড় ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানায় এলাকার। নাবালিকা তার বন্ধু বান্ধবীদের কাছে বিষয়টি জানিয়েছে বেশ কয়েকদিন আগে। নাবালিকার মা এবং নাবালিকার নিজে স্পষ্ট ভাবে কথা বলতে পারে না আচার-আচরণ ও স্বাভাবিক নয়। আইসিডিএস সেন্টারের শিক্ষিকা বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় আর তারপরেই কুমারগঞ্জ থানা আজ সন্ধ্যা নাগাদ ওই নাবালিকা বাবাকে আটক করে, নাবালিকাকে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে ডাক্তারি পরীক্ষার জন্য। জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল বলেছেন অভিযোগ পেয়ে ওই নাবালিকার বাবাকে আটক করা হয়েছে ডাক্তারি পরীক্ষার পরে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানায় এলাকার।

Leave a Reply