নিজস্ব সংবাদদাতা, মালদা: – মালদা জেলা জুড়ে অত্যাধিক বিদ্যুৎ বিপর্যয় ও অস্বাভাবিক হারে বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা। আন্দোলনের অঙ্গ হিসেবে আজ সংগঠনের পক্ষ থেকে শহর জুড়ে মিছিল করে বিদ্যুৎ দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি শুভঙ্কর চম্পটি। শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় বিদ্যুৎ দপ্তরের গেটের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় বিজেপি যুব মোর্চার কর্মীদের। বিক্ষোভ দেখানোর পর বিদ্যুৎ দপ্তর কর্তৃপক্ষের হাতে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
মালদা জেলা জুড়ে অত্যাধিক বিদ্যুৎ বিপর্যয় ও অস্বাভাবিক হারে বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা।

Leave a Reply