হলদিয়া-মেছেদা জাতীয় সড়কে টহলদারির সময় পুলিশের গাড়ির পিছনে ধাক্কা ট্রাকের,মৃত্যু দুই পুলিশ কর্মীর।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  টহলদারির সময় পুলিশের গাড়ির পিছনে ধাক্কা ট্রাকের, এই ঘটনায় পুলিশের গাড়ির ছিটকে পড়ল নয়ানজুলিতে, ঘটনায় মৃত্যু হয় দুই পুলিশ কর্মীর, আহত হয় বেশ কয়েকজন, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের মহিষাদল থানায় গারুঘাটায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুইজন মৃত পুলিশ কর্মীর নাম জয়ন্ত ঘোষাল, অপরজনের নাম শেখ শাহানার,ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশকর্তারা, পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *